বিজ্ঞান-গবেষণাগার

আমাদের প্রতিষ্ঠানে লাইব্রেরী ও পাঠকক্ষ রয়েছে।প্রদও লাইব্রেরীতে বই গুলো অনেক সুন্দর ভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে। বই গুলো বড় বড় আলমারিতে একটি শৃঙ্খল পদ্ধতিতে সংরক্ষিত আছে। শিক্ষার্থীরা চাইলেই নিয়মিত প্রদও লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারে । বই আমদের পড়ার অভ্যাস গড়ে তোলে এবং জ্ঞান বৃদ্ধি করে।আমাদের প্রতিষ্ঠানের লাইব্রেরী জ্ঞান বৃদ্ধির ক্ষেএে বেশ সাহায্যকারী। এবং পাঠকক্ষ গুলোও অনেক সুন্দর ও সুসজ্জিত মনোরম পরিবেশে সাজানো আছে যেখানে শিক্ষার্থীদেরকে শিক্ষক মহাদয় পাঠ-দান করিয়ে থাকেন।